এক নজরে ইউনিয়ন
১। ইউনিয়নের নাম : ১নং বর্ণি ইউনিয়ন পরিষদ ।
২। আয়তনঃ ৩,৪০৩ একর ।
৩। খানার সংখ্যা: ৪,১৭০।
৪। জন সংখ্যাঃ মোট: ৩২,৪৬০জন, পুরুষঃ ১৫,৬৫০, মহিলাঃ ১৬,৮১০।
৫। গ্রামের সংখ্যা: ২২ টি। এবং ওয়ার্ড সংখ্যা: ৯ টি।
৬। উচ্চ বিদ্যালয় সংখ্যা: ৪ টি।
৭। প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ১৬ টি।
৮। কলেজের সংখ্যা: ১টি।
৯। মাদ্রাসার সংখ্যা: ১টি।
১০। বাজারের সংখ্যা ৪ টি।
১১। ব্যাংক: ১ টি।
১২। ইউনিয়ন কোড: ১৫।
১৩। শিক্ষার হার: ৪৮.৯%।
নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন
ইউনিয়ন পরিষদ সচিব: ১জন
দফাদার ও গ্রাম পুলিশ ৮ জন ।
দফাদার ১ জন ও গ্রাম পুলিশ : ৭ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস